Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য সরবরাহের ৩য় বার পুনঃ কোটেশন দরপত্র বিজ্ঞপ্তি
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেল সুপারের কার্যালয়, জেলা কারাগার, নড়াইল।

jailsuper_narail@yahoo.com

পুনঃ কোটেশন দরপত্র বিজ্ঞপ্তি

পত্র নং ৫৮.০৪.৬৫০০.১৪৪.০৫.০০৪.১৯-                                       তারিখঃ

 ২২ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ।      

০৫ মে ২০১৯ খ্রিস্টাব্দ।

 

মন্ত্রনালয়/বিভাগ

সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এজেন্সি/সংস্থা

কারা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।

দরপত্র আহবানকারী কর্তৃপক্ষ

জেল সুপার, জেলা কারাগার, নড়াইল।

দরপত্রের নাম

জেলা কারাগার, নড়াইলের ০১/০১/২০১৯ খ্রিঃ হতে ৩১/১২/২০১৯ খ্রিঃ তারিখ পর্যন্ত সময়ের বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য সরবরাহের ৩য় বার পুনঃ কোটেশন  দরপত্র বিজ্ঞপ্তি

দরপত্রের সূত্র

কারা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকার স্মারক নং-৫৮.০৪.০০০০.০৩০.০১.০৫৫.১৯-৩৪৪ তারিখ-১১ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।  

দরপত্র আহবান পদ্ধতি

কোটেশন দরপত্র পদ্ধতি।

দরপত্র প্যাকেজ

ডিটিএ-০৩/২০১৯

দরদাতার নূন্যতম যোগ্যতা

দরপত্র সিডিউলের উলেস্নখিত শর্তাবলী।

দরপত্র দলিল প্রাপ্তির স্থান

জেল সুপারের কার্যালয়, জেলা কারাগার, নড়াইল।

১০

দরপত্র সিডিউল বিক্রয়ের শেষ তারিখ ও সময়

১৯/৫/২০১৯ খ্রিঃ বেলা ২:৩০ ঘটিকা পর্যমত্ম।

১১

দরপত্র জমা দেয়ার স্থান

(১) জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল।

(২) জেল গেইট, নড়াইল জেলা কারাগার।

(৩) সদর থানা, নড়াইল।

১২

দরপত্র জমা দেয়ার তারিখ ও সময়

২০/৫/২০১৯ খ্রিঃ তারিখ সকাল ৯.০০ ঘটিকা হতে বেলা ১২.০০ ঘটিকা পর্যমত্ম।

১৩

দরপত্র উন্মুক্তকরণের সময় ও স্থান

২০/৫/২০১৯ খ্রিঃ তারিখ বেলা ১২.৩০ ঘটিকায় জেল সুপারের কার্যালয়,

জেলা কারাগার, নড়াইল।

১৪

দরপত্র মূল্যায়ন কমিটির সভার তারিখ ও সময়

২০/৫/২০১৯ খ্রিঃ তারিখ বেলা ১.০০ ঘটিকায় জেল সুপারের কার্যালয়, জেলা কারাগার, নড়াইল।

১৫

দরপত্র দলিলের মূল্য

প্রতিটি ৫০০/- (পাঁচশত) টাকা মাত্র (অফেরতযোগ্য)।

১৬

নিরাপত্তা জামানতের পরিমান (ফেরতযোগ্য)

প্রসত্মাবিত মোট মূল্যের উপর ৩% হারে অথবা কারা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হারে।

১৭

কার্যাদেশের সময়সীমা

 নড়াইল জেলা কারাগারের ০১/০১/২০১৯ খ্রিঃ হতে ৩১/১২/২০১৯ খ্রিঃ তারিখ পর্যমত্ম সময়ের বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য সরবরাহ।

১৮

দরপত্রের সাথে যে সকল কাগজ পত্রাদি সংযুক্ত করতে হবে

দরপত্র সিডিউলের সাথে সংযুক্ত শর্তাবলী অনুযায়ী।

১৯

নির্ধারিত সময়ের পর কোন দরপত্র সিডিউল বিক্রয় করা হবে না এবং দরপত্র দাখিল করা যাবে না।

২০

কারা কর্তৃপক্ষ কর্তৃক সরবরাহকৃত দরপত্র সিডিউলেই দর অংকে ও কথায় উলেস্নখ করতে হবে। কাটাকাটি ও ঘষামাজা কোন দরপত্র গ্রহণযোগ্য হবে না।

২১

কর্তৃপক্ষ কোন কারণ ব্যতিরেকে যে কোন/সকল দরপত্র বাতিল/গ্রহণ করার অধিকার সংরক্ষণ করেন।

২২

দরপত্র সংক্রামত্ম অন্যান্য তথ্যাবলী জানার জন্য অফিস চলাকালীন সংশি­ষ্ট কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

 

স্বাক্ষরিত/-

মোঃ মজিবুর রহমান মজুমদার

জেল সুপার

নড়াইল জেলা কারাগার

ফোন নং-০৪৮১- ৬২৬৪৮ (দপ্তর)।

প্রকাশের তারিখ
05/05/2019
আর্কাইভ তারিখ
20/05/2019