১। বন্দীর আত্মীয় স্বজন বন্দীর সাথে দেখা সাক্ষাত করতে আসলে জেল সুপার বরাবর আবেদন করতে হবে।
২। যারা আবেদন করতে না পারবেন তাদের জন্য রিজার্ভে দায়িত্বরত কারারক্ষীরা তাদের আবেদন করতে সাহায্য করবেন।
৩। বন্দীর সাথে দেখা সাক্ষাতের সময় ২০ মিনিট।
৪। কয়েদী আসামীদের সাথে তাদের আত্মীয় স্বজন মাসে ০১ বার এবং হাজতী বন্দীদের সাথে ১৫ দিন অন্তর মাসে ০২ বার দেখা করতে পারবেন।
৫। বন্দীর সাথে তার মামলা সংক্রান্ত ব্যপারে তার উকিল কথা বলতে পারবেন।
৬। অসহায় বন্দীদের জন্য আইনগত সহায়তা দানের ব্যবস্থা আছে।
৭। প্রতি দিন সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত বন্দীদের সাক্ষাত করানো হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS