Wellcome to National Portal

নড়াইল জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মতামত

ওকালাত নামা স্বাক্ষর:-

১ম ধাপ:ওকালাত নামা স্বাক্ষরের জন্য করেক্স রাখা।

২য় ধাপ: সেন্ট্রির মাধ্যমে গেটে প্রেরণ।

৩য় ধাপ: গেট হতে অফিসে প্রেরণ।

৪র্থ ধাপ: স্বাক্ষরের জন্য আসামী কলিংকে প্রদান।

৫ম ধাপ: উক্ত আসামীর স্বাক্ষর গ্রহন।

৬ষ্ঠ ধাপ: স্বাক্ষর শেষে পুনরায় অফিসে প্রেরণ।

৭ম ধাপ: জেলারের সত্যায়িত স্বাক্ষর।

৮ম ধাপ: পুনরায় গেট হতে বাহিরে প্রেরণ।


জামিনে বন্দী মুক্তি প্রদানঃ-

১ম ধাপ: বন্দীর জামিন নামা গ্রহন।

২য় ধাপ: উক্ত জামিন নামা যাচাই।

৩য় ধাপ: জামিন প্রাপ্ত বন্দীকে সন্তাক্ত করণ।

৪র্থ ধাপ: যাচাই শেষে বন্দীকে গেটে আনা।

৫ম ধাপ: জেলারের সম্মুখে হাজির করণ।

৬ষ্ঠ ধাপ: জামিন নামা ও বন্দীর সঠিক যাচাই।

৭ম ধাপ: বন্দীর টিপসহি/স্বাক্ষর গ্রহন।

৮ম ধাপ: গেটে এন্ট্রি ও মুক্তি প্রদান।


বন্দী দেখা স্বাক্ষাত:-


১ম ধাপ:বন্দী দেখার জন্য কর্তৃপক্ষ বরাবরে আবেদন।

২য় ধাপ:উক্ত আবেদন গেটে প্রেরণ।

৩য় ধাপ:গেট হতে অফিসে প্রেরণ।

৪র্থ ধাপ:অফিস হতে আবেদন অনুমোদন।

৫ম ধাপ:উক্ত আবেদন আসামী কলিংকে প্রদান।

৬ষ্ঠ ধাপ:কলিং উক্ত বন্দীকে খুজবে।

৭ম ধাপ: খোজার পর দেখারুমে হাজির করণ।

৮ম ধাপ:২০-২৫ মিঃ পর্যন্ত দেখা সাক্ষাত হয়।


অসুস্থ বন্দীর চিকিৎসা সেবা:-

১ম ধাপ:প্রাথমিক ভাবে কারা হাসপাতালে আনা।

২য় ধাপ: কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা।

৩য় ধাপ: গুরুতর হলে প্রধান গেটে আনা।

৪র্থ ধাপ:তাৎক্ষনিক জেলার সুপারকে অবহিত করা।

৫ম ধাপ: গার্ডের মাধ্যমে বাহির হাসপাতলে প্রেরণ।


বন্দীর পি,সিতে টাকা জমা দান:-

১ম ধাপ:টাকা জমার জন্য কর্তৃপক্ষ বরাবরে আবেদন।

২য় ধাপ:উক্ত আবেদনে বন্দীর ঠিকানা উল্লেখ।

৩য় ধাপ:আবেদন অনুমোদন।

৪র্থ ধাপ: রিজার্ভ প্রধান রক্ষীর মাধ্যমে টাকা গ্রহন।

৫ম ধাপ:উক্ত টাকা জেলার কোষাগারে জমা।

৬ষ্ঠ ধাপ:পরদিন উক্ত বন্দীর কুপনে জমা।

 

অসহায় বন্দীদের আইনগত সহায়তা প্রদান:

১ম ধাপ:জেল সুপারের পরিদর্শনে জানানো।

২য় ধাপ:আবেদন ফরম পূরণসহ স্বাক্ষর।

৩য় ধাপ:উক্ত ফরম জেল সুপারের সুপারিশ স্বাক্ষর।

৪র্থ ধাপ:উক্ত ফরম কোর্টে প্রেরণ।

৫ম ধাপ:মাসিক আইনগত সহায়তা মিটিং এ উত্থাপন।