Wellcome to National Portal

নড়াইল জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা
১। সাক্ষাৎ : কারা বন্দিদের সাথে তাদের আত্মীয়-স্বজনদের কোন রকম ভোগান্তি ছাড়াই সাক্ষাতের সুযোগ করে দেয়া হয়েছে। 
০২। পিসি : এখানে বন্দিদের আত্মীয়-স্বজন কর্তৃক বন্দিদের অর্থ প্রদানের সুবিধার্থে পিসির ব্যবস্থা চালু রয়েছে। 
০৩। কারা ক্যান্টিন : বন্দিদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়ার সুবিধার্থে সুলভ মূল্যে কারাভ্যন্তরে ও বাহিরে কারা ক্যান্টিনের ব্যবস্থা চালু রয়েছে। 
০৪। গণশুনানী : অভিযোগ/মতামত গ্রহণের নিমিত্তে প্রতি সপ্তাহের সোমবার গণশুনানী গ্রহণ করা হয়। 
০৫। জামিন : বন্দিদের জামিনের সময় তাদের আত্মীয়-স্বজনদের হয়রানি এড়ানোর লক্ষ্যে প্রত্যহ সকাল ও বিকালে জামিনপ্রাপ্ত বন্দিদের তালিকা আরপি গেটে দেয়া হয়।
০৬। সিটিজেন চার্টার : অত্র কারাগারের সেবাসমূহসহ যাবতীয় নীতিমালা সিটিজেন চার্টার দৃশ্যমান স্থানে স্থাপন করা হয়েছে।