Wellcome to National Portal

নড়াইল জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন্স চার্টার

ক্রমিক

সেবার নাম

সেবা প্রদানে সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

শাখার নাম সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি,রম্নম নম্বর জেলা/উপজেলার কোড,অফিসিয়াল টেলিফোন ও ইমেইল

উধ্বর্তন কর্মকর্তার পদবি,রুম নম্বর , জেলা/উপজেলার কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ইমেইল

০১

  

বন্দিদের সাথে দেখা সাক্ষাৎ

১। হাজতী(বিচারাধীন)  আত্মীয় স্বজনদের  সাথে ১৫ দিন অন্তর ১ বার করে দেখা করার ব্যবস্থা

২। কয়েদী (সাজাপ্রাপ্ত) বন্দিদের সাথে মাসে ১ বার দেখা করার ব্যবস্থা

৩। ডিটেন্যু ও নিরাপদ হেফাজতী বন্দিদের সাথে দেখা করতে  হলে সংশিস্নষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে দেখা করার ব্যবস্থা

৪। দেখা সাক্ষাৎ সর্বোচ্চ ৩০(ত্রিশ) মিনিটের মধ্যে শেষ করতে হবে এবং সর্বোচ্চ ০৫ (পাঁচ) জন  একসাথে এক জন বন্দির সাথে দেখা করতে পারবেন

৫। বন্দিদের দেখা করার জন্য কোন প্রকার টাকা পয়সা লেনদেন নিষিদ্ধ। কেও যেন  টাকা দাবী না করতে পারে সে দিকে তদারকী ও সচেতনতা বৃদ্ধি করা

৬। মোবাইল বা অন্য কোন প্রকার নিষিদ্ধ দ্রব্য নিয়ে সাক্ষাৎ কক্ষে প্রবেশ করা যাবে না।

৭। বন্দিদের সাথে সাক্ষাৎ প্রার্থীদের দূর্নীতি মুক্ত সাক্ষাৎ করার ব্যবস্থা

৮। বন্দিদের সাথে তার কৌশুলীর দেখা সাক্ষাতের সুজোগ প্রদানের ব্যবস্থা

৯। বন্দিদের সাথে দেখা করার জন্য জেল সুপার বরাবরে আবেদন করতে হয়। যারা আবেদন পত্র  লিখতে সক্ষম নন তাদের সহায়তা করার জন্য রিজার্ভ গার্ডে কর্তব্যরত কর্মচারী কর্তৃপক্ষ কর্তৃক সরবরাহকৃত সস্নীপের মাধ্যমে বিনা খরচে দেখা করার সুজোগ  করে দেওয়া

১০। নির্দিষ্ট সময়ের পূর্বে বা পরে দূর দূরমত্ম থেকে আগত সাক্ষাৎ প্রার্থিদের সাথে বন্দিদের সাক্ষাতের জন্য সাধারণত মানবিক দৃষ্টিকোন থেকে দেখা করার ব্যবস্থা 

১১। কারাগারে আটক বন্দি অথবা কারো সম্বন্ধে কোন তথ্য জানতে চাইলে কারাগারে প্রধান ফটকের  সামনে অবস্থিত রিজার্ভ গার্ডে কর্তব্যরত প্রধান কারারক্ষির সাথে যোগাযোগ পূর্বক ব্যবস্থা গ্রহন

১২। সাক্ষাৎ প্রার্থিদের সহজ ও ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহের লক্ষে প্রত্যেক কারাগারের ন্যায় এ কারাগারে একটি করে ভিতর ও বাহিরে ক্যান্টিন/দোকান চালু করা হয়েছে। আগত সাক্ষাৎ প্রার্থিরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ন্যায্য মূলে ক্রয়করে বন্দিদের         সরবরাহ  করতে পারেন। এতে একদিকে যেমন কারাগারে অবৈধ দ্রব্যাদির প্রবেশ নিয়ন্ত্রিত হবে অন্যদিকে সাক্ষাৎ প্রার্থিরা সহজলভ্য  সঠিক জিনিষ ক্রয় করতে পারবেন।

১৩। সাক্ষাৎ প্রার্থীগণ কর্তৃক বন্দিদের জন্য দেয়া মালামাল যথাযথ /সুশৃঙ্খল ভাবে বন্দিদের নিকট পৌছানো হয়।

প্রত্যেক দিন সকাল ৯.০০ হতে দুপুর ১১.৪৫ এবং দুপুর ১২.৩০ হতে ৪.০০ ঘটিকা পর্যন্ত

বন্দির নাম ও ঠিকানা

কারাগারের রিজার্ভগার্ড

ও প্রধান ফটক

নাই

১.ডেপুটি জেলার

নড়াইল জেলা করাগার

০১৭৬৯৯৭০৭১৪

২.রিজার্ভ প্রধান কারারক্ষি

 

ডেপুটি জেলার

নড়াইল জেলা করাগার

০১৭৬৯৯৭০৭১৪

jailsuper_narail@yahoo.com

 

চলমান পাতা-০২

 

পাতা-২

০২      

পিসিতে টাকা জমাদান

০১। কারাগারে আটক বন্দিদের ব্যক্তিগত তহবিলে (পিসি) অর্থ জমা রাখার প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করা

০২। কেউ কারাগারে আটক বন্দিদের পিসিতে টাকা জমা করতে চাইলে ডাকযোগে মানি অর্ডার করতে পারেন।

৩। ব্যক্তিগত ভাবেও বন্দিদের আত্মীয়-স্বজন পিসিতে টাকা জমা দিতে চাইলে জমা দিতে পারবেন এবং তিনি টাকা জমাদানের একটি রশিদ পাবেন। 

৪। রিজার্ভগার্ডে কর্তব্যরত প্রধান কারারক্ষির সহযোগীতায় এই টাকা জমা দিতে পারেন। অর্থ জমা দিতে যাতে কোন  প্রকার বাড়তি ফি প্রদান করতে না হয় সে ব্যবস্থা 

প্রত্যেক দিন সকাল ৯.০০ হতে দুপুর ১১.৪৫ এবং দুপুর ১২.৩০ হতে ৪.০০ ঘটিকা পর্যন্ত

বন্দির নাম ও ঠিকানা

টাকার পরিমান

কারাগারের রিজার্ভগার্ড

ও প্রধান ফটক এবং অফিস কক্ষ

নাই

জেলার

নড়াইল জেলা কারাগার

০১৭৬৯৯৭০৭১১

ডেপুটি জেলার

নড়াইল জেলা করাগার

০১৭৬৯৯৭০৭১৪

জেলার

নড়াইল জেলা কারাগার

০১৭৬৯৯৭০৭১১

ডেপুটি জেলার

নড়াইল জেলা করাগার

০১৭৬৯৯৭০৭১৪

jailsuper_narail@yahoo.com

 

০৩

ওকালত নামা স্বাক্ষর

১। ওকালতনামা স্বাক্ষরের ব্যপারে অবৈধ অর্থের লেনদেন রোধের জন্য এ কারাগারে প্রধান ফটকের সামনে ওকালতনামা দাখিলের জন্য বক্স রাখা আছে।

২। নির্ধারিত সময় বক্স খুলে ওকালতনামা বন্দিদের স্বাক্ষরান্তে সত্যায়ন পূর্বক বন্দির বিজ্ঞ কৌশুলী/আত্মিয়ের নিকট হসত্মামত্মর করার ব্যবস্থা 

৩। ওকালতনাম স্বাক্ষরের জন্য কোন প্রকার অর্থের প্রয়োজন নাই। যদি কেউ অর্থ দাবী করে তাহলে কর্তব্যরত রিজার্ভ প্রধান কারারক্ষি অথবা সরাসরি জেল সুপার/জেলারের সাথে যোগাযোগ করার ব্যবস্থা

প্রত্যেক দিন সকাল ৯.০০ হতে দুপুর ১১.৪৫ এবং দুপুর ১২.৩০ হতে ৪.০০ ঘটিকা পর্যন্ত

বন্দির নাম  ঠিকানা

ও ওকালতনামা

কারাগারের রিজার্ভগার্ড

ও প্রধান ফটক

নাই

১.ডেপুটি জেলার

নড়াইল জেলা করাগার

০১৭৬৯৯৭০৭১৪

২.রিজার্ভ প্রধান কারানক্ষি

 

ডেপুটি জেলার

নড়াইল জেলা করাগার

০১৭৬৯৯৭০৭১৪

jailsuper_narail@yahoo.com

 

০৪

বিশ্রামাগারের ব্যবস্থা

০১। নড়াইল জেলা কারাগারে বন্দিরে সাথে আগত সাক্ষাৎ প্রার্থিদের জন্য বিশ্রামাগারের ব্যবস্থা

০২। বিশ্রামাগারে পর্যাপ্ত বসার ব্যবস্থা, বৈদ্যুতিক পাখা, পানি  ও পানিয়  জল এবং টয়লেটের সুব্যবস্থা।

০৩। অফিসে কোন প্রয়োজনীয় সংবাদ পৌঁছাতে হলে বাহিরের গেটে রিজার্ভ গার্ডে কর্তব্যরত প্রধান কারারক্ষির মাধ্যমে পৌছানোর ব্যবস্থা 

প্রত্যেক দিন সকাল ৯.০০ হতে দুপুর ১১.৪৫ এবং দুপুর ১২.৩০ হতে ৪.০০ ঘটিকা পর্যন্ত

--

কারাগারের রিজার্ভগার্ড

নাই

১.ডেপুটি জেলার

নড়াইল জেলা করাগার

০১৭৬৯৯৭০৭১৪

২.রিজার্ভ প্রধান কারারক্ষি

 

ডেপুটি জেলার

নড়াইল জেলা করাগার

০১৭৬৯৯৭০৭১৪

jailsuper_narail@yahoo.com